এক নজরে রহিমানপুর ইউনিয়ন পরিষদ
০৮ নং রহিমানপুর ইউনিয়ন পরিষদ ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। যার আয়তন ৩৪.৬২বর্গ.কি. মোট জনসংখ্যা: ৩৪,০৬১ জন, পুরুষ:১৭৪২৩ জন; মহিলা: ১৬৬৩৮ জন। ০৮নং রহিমানপুরইউনিয়ন পরিষদ ঠাকুরগাঁও জেলা হতে ৫ কি: মি: পশ্চিমে ঠাকুরগাঁও রোড রেল ষ্টেশন হতে ১কি: মিঃ পশ্চিমে অবস্থিত। ঠাকুরগাও সদর উপজেলার ০৮নং রহিমানপুর ইউনিয়ন পরিষদ একটি ঐতিহাসিক উল্লেখযোগ্য দর্শনীয় মনোরম পরিবেশে অবস্থিত।